প্রত্যয় নিউজ ডেস্কঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে কয়েদি পালানোর ঘটনায় সেখানে দায়িত্বরত তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার বিকালে কারাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বরখাস্তকৃতরা হলেন, ওই হাসপাতালে দায়িত্বরত প্রধান কারারক্ষী মোবারক মিয়া, কারারক্ষী কামরুল ইসলাম ও আব্দুল আলীম।
সূত্র জানায়, চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার রাতে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছিল।
এর আগে শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে মিটফোর্ড হাসপাতাল থেকে মিন্টু মিয়া (২৮) নামের এক কয়েদি পালিয়ে যান। পরে শনিবার দুপুরে তাকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে আটক করে কারা কর্তৃপক্ষ। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি টাঙ্গাইল জেলা কারাগারে সাজা খাটছিলেন। অসুস্থতার কারণে তাকে মিটফোর্ড হাসপাতালাতে নেয়া হয়েছিলো।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, দুপুর ২টার দিকে কারারক্ষীরা তাকে হাতকড়া পরা অবস্থায় আটক করেন। তিনি বাবুবাজার ব্রিজের নিচে ঘোরাঘুরি করছেন এমন তথ্য পেয়ে তাকে সেখান থেকে আটক করা হয়।
ডিপিআর/ জাহিরুল মিলন