ওয়েব ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় বাংলার মাটিতে মৃত্যুবরণ করেন তাহলে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ১৮ কোটি জনগণ ছাড় দেবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, সরকার দেশের জনগণের অধিকার হরণ করছে। অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানাচ্ছি।
সংযুক্ত আরব আমিরাত যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুবাইয়ের অভিজাত রেস্টুরেন্ট শেরে মতিনার হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমিরাত যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানার সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজীব।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক সমমর্যাদা) কামরুজ্জামান দুলাল এবং এ সময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম লিডার শহিদ উল্যাহ তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম লিডার আব্দুল মোনায়েম।
প্রধান বক্তা হিসেবে ছিলেন মধ্যপ্রাচ্য বিএনপির সাবেক কো-অরডিনেট, আমিরাত বিএনপির সাবেক আহ্বায়ক ও দুবাই বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব।
এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ ইদ্রিস, হিরো করিম, মোহাম্মদ ইউনুচ বাচ্চু, মোহাম্মদ জলিল, মানিকুল ইসলাম, মনসুর আলম, সোহেল মাহমুদ, জাকির হোসেন, মোহাম্মদ আবু নাসের ভূঁইয়া, ওমর ফারুখ, শওকত ওসমান, এম.এ মান্নান, মোবিনুল হক, আব্দুল্লাহ আব্বাসী, কাশেম ইকবাল, জাহিদ ইসলাম, আতিকুর রহমান আতিক, আবু তাহের, সহিদুল করিম, মুহাম্মদ রনি, শহিদুল্লাহ শহিদ প্রমুখ।
খালেদা জিয়া ও দেশ জাতির মঙ্গল কামনায় প্রকৌশলী ফারুক মাহমুদ দোয়ার মাধ্যমে সভা শেষ করেন।