মোঃ মঈন উদ্দীন,দিনাজপুর প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলার ২৭ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে নতুন কোন পজিটিভ রোগী নেই । সদর এর একজন ফলো আপ পজিটিভ যিনি
১৪/০৪/২০২০ তারিখের নমুনা পরীক্ষায় পজিটিভ ছিলেন।
শুক্রবার (১ মে) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার ২৪ ঘন্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ আর টি পিসি আর ল্যাবে কোভিড-১৯ এর ৯৪ টি নমুনা পরিক্ষা করা হয়েছে এবং ৮৯ টি নমুনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ, ০২ টি নমুনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
দিনাজপুর জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় ১৭ জন করোনা রোগি শনাক্ত হলো। এর মধ্যে ১৩ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশু। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নতুন এক শিশুসহ ছয় জন, নবাবগঞ্জে তিন জন, ফুলবাড়ীতে একজন, পার্বতীপুরে একজন, বোচাগঞ্জে একজন, ঘোড়াঘাটে দুইজন, কাহারোল উপজেলায় একজন ও হাকিমপুর উপজেলায় দুইজন।
দিনাজপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৪৯৭৭ জনের মধ্যে ৩৩৯৯ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭৮ জন।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ১৮৪ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ৪৬ জন।
শুক্রবার (১ মে) ২৭টি নমুনা ফলাফলসহ এ পর্যন্ত ৫৮০টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে।