কক্সবাজার সংবাদাতা:কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ঘটে যাওয়া সম্প্রতি সারা বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনা পরিদর্শনে গেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ । হারবাং ইউনিয়নে ঘটে যাওয়া অপ্রতিকর ঘটনা সরজমিনে পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ ।
উল্লেখ্য যে গত ২১আগষ্ট শুক্রবার হারবাং ইউনিয়নে পহরচাঁদায় এক মা ও তার দুই মেয়ে ও এক ছেলেসহ ৫ জনকে সিএনজি গাড়ি যুগে ‘গরু চোর’ আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়েছে দুর্বৃত্তরা। এই মধ্যযোগী কায়দায় নারীদের উপর জনসম্মুখে কোমরে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়া হয় হারবাং ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে।