ডেস্ক রিপোর্ট:সিআইডি গাজিপুর টীম গত ০৬/০৭/২০ তারিখ অনুমান ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,বসদর (জিএমপি) গাজীপুর থানাধীন মলি পেট্রোল পাম্পের পাশে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে কতিপয় মোটরসাইকেল চোর, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন অফিসারকে অবিহিত করিয়া একই তারিখ রাত্র অনুমান ২১.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছাইয়া, আসামি ১| শাহরিয়ার @ শিপন (২৩), ২| মেহেদী হাসান (২২) দ্বয়কে ২টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। শাহরিয়ার @ শিপনের নিকট হতে R1-5 মোটরসাইকেল মুল্য অনুমান ২ লক্ষ টাকা এবং মেহেদী হাসান এর নিকট হতে চোরাই ১টি পালসার মোটরসাইকেল মুল্য অনুমান ১(এক) লক্ষ টাকা উদ্ধার করেন। পরে তাদের স্বীকারউক্তি মোতাবেক মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হোতা ৩| মোঃ নুরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেন।
বর্তমানে আসামিরা সবাই পুলিশের আওতায় জেল হাজতে আছ।