1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“গোটা উপমহাদেশের ছাত্র আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গর্বের জায়গা”

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৭ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘মানবতা, মুক্তি, স্বাধীনতা ও সমতার বিশ্বের জন্য বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ মার্চ) দুপুরে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সাবেক নেতা ও টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা যৌথভাবে এ সভা আয়োজন করে।

ডাকসুর সাবেক সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ডাকসুর সাবেক এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

পরে গোটা উপমহাদেশের ছাত্র আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গর্বের জায়গা বলে মন্তব্য করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বামপন্থী ছাত্রসংগঠন এসএফআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্সিতা ধর। তিনি বলেন, ‘আমরা যাঁরা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, এপার বাংলা-ওপার বাংলার কাঁটাতার ও মানচিত্রের বেড়াজাল ভেঙে আমরা যেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছরের স্পর্ধা হতে পারি, সেই বিশ্বাস ও ভরসা রাখছি। প্রতিবার যখন বাংলাদেশে আসি, তখন আমার মনে হয় যেন নিজের বাড়িতে ফিরছি। কারণ, বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক পুরোনো। আমার বাড়ির লোকদের কেউ কেউ একসময় বরিশালে থাকতেন, কেউ কেউ ফরিদপুরে থাকতেন। দেশভাগের সময় তাঁরা ভারতে গেছেন।’

এ সময় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ বলেন, ‘আমাদের দেশে জরুরি অবস্থার সময় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, একই কথা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে শুনতে পাই। গর্বের বিষয় যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমরা প্রতিনিয়ত যে অনুপ্রেরণা পাই, এটি আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। আপনাদের প্রতিনিয়ত কুর্ণিশ জানাই।’

ঐশী ঘোষ আরও বলেন, ‘বাংলাদেশে শিক্ষার্থীরা শোষণহীন সমাজের জন্য সামনের সারিতে থেকে লড়াই করছেন। আমাদের দেশে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়—এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার দাবিতে লড়ে গেছেন। আমাদের দেশ আলাদা হতে পারে, কিন্তু আমাদের রাজনীতি প্রতিনিয়ত শেখায় খেটেখাওয়া মানুষের পাশে দাঁড়াতে, প্রত্যেক মানুষকে সমানভাবে দেখে তাঁদের জন্য লড়ে যেতে। একটা সুন্দর বিশ্ব তৈরি করার এই লড়াইটা ডাকসু, জেএনইউ ছাত্র সংসদসহ সবাই মিলে লড়ার আশা রাখি।’

সভায় বক্তব্য দেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার। এরপর ঐশী ঘোষ ও দীপ্সিতা ধরের হাতে বঙ্গবন্ধুর ছবিসংবলিত ছবির ফ্রেম ও স্মারক বই তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..