সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপের দংশনে মারা ঝাবু (২৭) নামের এক যুবকরে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তার দাফন কার্য দিয়াড় মানিকচক গোরস্থানে সম্পুর্ণ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারী পদ্মার চর এলাকায় তাকে সাপে দংশন করে। নিহত ঝাবু চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নের কলিমপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে।
তবে বর্তমানে চর বয়ারমারী আদর্শ গ্রামে বসবাস করতেন। তিনি চর অঞ্চলে মোটরসাইকেল ভাড়া চালিয়ে সংসার চালাতেন।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ধানের জমিতে পানি দিতে যায় ঝাবু। সেখানেই তাকে বিষধর সাপে দংশন করে। টের পেয়ে অন্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধানের জমিতে পানি দিতে যাওয়ার সময় বিষধর সাপে দংশনের কারণে ঝাবুর মৃত্যু হয়।