নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক ছাত্র সংগঠন চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের একাদশ কার্যকরী কমিটি ২০২৩-২৪ ইং আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।যেখানে সাংগঠনিক সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জনতাবাজারের কৃতি সন্তান শহিদুল ইসলাম ফয়সাল।
অত্র ফোরামের ধারাবাহিক অগ্রযাত্রায় গত ৭ই সেপ্টেম্বর ২০২৩ ইং: প্রধান নির্বাচন কমিশনার জনাব সাজ্জাদ জুয়েলসহ নির্বাচন কমিশনার জনাব কে এম সাইফুল ইসলাম, জনাব নুরুল আবরার,জনাব মিজানুর রহমান,জনাব হাসনাত তানভীর, জনাব শাখাওয়াত হোসাইন,জনাব এম এ জোশাদ,জনাব ইমরান হাসান শাহীন এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যসমূহ জনাব এরফান সাজ্জাদ, জনাব কামরুল হাসনাত,জনাব শাহাদাত হোসাইন,জনাব মনসুর আলম,জনাব তৌহিদুল ইসলাম জিমেল,জনাব আবু শাদাত সায়েম,জনাব হোসাইন আক্তার রাফি,জনাব সাইদুর রহমান মিন্টু,জনাব যায়েদ ইকবাল মার্শাল,জনাব আমান উল্লাহ,জনাব মামুনুর রশিদ সহ উপদেষ্টামণ্ডলী গণের সর্ব-সম্মতিক্রমে অত্র ফোরামের প্যাডে স্বাক্ষরিত একাদশ কার্যকরি কমিটি অনুমোদন প্রদান করেন।
ফয়সালের পিতার নাম মোক্তার আহমদ।তিনি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী।২০০৪ সালে এই ফোরামের অগ্রযাত্রা শুরু হয়।এরপর থেকে প্রতিবছর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ, শিক্ষা ভ্রমণ, আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ফোরামের শিক্ষার্থীরা মেধার স্বারক চিহ্ন রেখে চলেছে।প্রতি বছর এই চকরিয়া-পেকুয়া থেকে ১৫০+ ছাত্র-ছাত্রী ভর্তি পরিক্ষার মাধ্যমে উর্ত্তীণ হয়ে একাডেমিক যাত্রা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং একাডেমিক অধ্যায় শেষ করে এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা বিসিএসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে নেমে পড়েন।এই ফোরামের গৌরবান্বিত ইতিহাস ও সুনাম অনন্য যা তিলে তিলে এই ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ব বৃহৎ আঞ্চলিক ফোরামে পরিণত হয়েছে।
এই কমিটিতে পেকুয়ার শিলখালীর সন্তান ফয়সাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকাবাসী গৌরবান্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।