প্রত্যয় ডেস্ক, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসা মামলা মোকদ্দমার জন্য নারী পুরুষের বসার আলদা কোন সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন পেশার ও নানা শ্রেণীর মানুষের সমাগম ঘটে। আদালতের উদেশ্যে আসা বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে নারী পুরুষ প্রতিনিয়ত গাদাগাদি, ঘেষাঘেষি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদালতের কাজ শেষ করতে হয়।
এছাড়া অনেক মহিলারা সঙ্গে ছোট বাচ্চাদের নিয়ে আসে আবার অনেক মা তাদেরকে বুকের দুধ খাওয়ানোর জন্য নিদিষ্ট কোন স্থান না থাকায় জনসম্মুখে নিজের শিশুদের দুধ খাওয়াতে হয়। তাছাড়াও অসুস্থ ব্যক্তিরাও এই ভোগান্তির শিকার হচ্ছেন নিয়মিত। আদালত প্রাঙ্গণের এই জায়গাটি বেশিরভাগ মানুষের পরিচিত। প্রতিদিন এই আদালতের প্রাঙ্গনে অনেক সাধারন মানুষের সমাগম। সেখানে কেউ মনের আনন্দে যায় না। মানুষ বিপদের সম্মুখীন হলে সেখানে যায়। অনেক মা বোনদের দেখা যায় ছোট বাচ্চা কুলে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাডিয়ে আছেএবং পুরুষ ব্যাক্তিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। এই এলাকায় নির্দিষ্ট একটা স্থান নাই যেখানে বসে মানুষ অপেক্ষা করবে। যে যেখানে পারে সেখানে দাডিয়ে, বসে থাকে, হেলান দিয়ে ব্যক্তিগত প্রয়োজন মিটায় যা অনেক কষ্ট দায়ক। আদালতের প্রাঙ্গনে আসা অনেক সামাজিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরও এসে দাড়িয়ে থাকতে দেখা যায়। আগত লোকজনের দাবি, যদি নির্দিষ্ট বৈঠক খানার ব্যবস্থা করা হয় তাহলে অনেক মানুষের দাড়িয়ে থাকার কষ্ট দূর হবে।
চকরিয়া উপজেলা প্রশাসন যদি সাধারন মানুষের বসার জন্য ব্যবস্থা গ্ৰহণ করে তাহলে সাধার মানুষের কষ্ট কিছুটা কমবে বলে আদালত প্রাঙ্গনে আগত সাধারণ মানুষজন আশা প্রকাশ করেছেন।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু