চট্টগ্রাম সংবাদদাতা: নগরীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা মীর সাদেক অভি হত্যা মামলায় চার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে বব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ডবলমুরিং থানা পুলিশ শুক্রবার ভোরে নগরীর পাহাড়তলী, হালিশহর ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তারা হচ্ছে- ইরফান বাবু (২৩), শাহরিয়ার তুহিন (১৯), ইয়াছিন আরাফাত টিটু (৩০) ও ইব্রাহিম মুন্না (২৬)।
ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন জানান, গ্রেফতারকৃত চার ভাই আগ্রাবাদ হাজীপাড়ার আবু কালামের ছেলে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। গত ১৫ জুন হাজীপাড়া মসজিদের সামনে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ২৪ জুন সে মারা যায়। গ্রেফতার চার ভাইয়ের মধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত আসামি। তদন্তে ইব্রাহিম মুন্নারও সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিএনপি ও ছাত্রদল দাবি জানিয়ে আসছিল ছাত্রদল নেতা অভি এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।