COVID-19 মহামারী Vs দেশীয় ছাগল
————————————————————
#যারা করোনা মহামারী সম্পর্কিত সকল নিউজ, সকল সতর্কবার্তা ও রাষ্ট্র নির্দেশিত বিধিনিষেধ জানার পরেও বলছেন……
”[•] যেহেতু সৃষ্টিকর্তা যেদিন মৃত্যু ঘটাবে সেদিনই মৃত্যু ঘটবে
[•] সেহেতু, অযথাই এত সতর্কতা আর বিধি নিষেধ মেনে কি লাভ?”
তাদেরকে বলছি……..
আপনার প্রথম কথা নিয়ে কারো কোন সন্দেহ নাই, হ্যাঁ সৃষ্টিকর্তা যেদিন মৃত্যু ঘটাবে সেদিনই মৃত্যু ঘটবে।
কিন্তু আপনার ২য় কথাটি অত্যন্ত আত্মঘাতি।
দেশে সৃষ্টিকর্তায় বিশ্বাসী মানুষ আপনি ছাড়াও আরো অনেক আছে।
কিন্তু আপনি তো জেনে বুঝে আপনার সৃষ্টিকর্তা ও তাঁর সৃষ্টি মানুষের সাথে ভন্ডামী ও পাপ করে চলেছেন।
আপনার আমার মত ২/১ জন বান্দা দুনিয়া থেকে বিদায় নিলে জগতের কোন কিছু যায় আসে না।
কিন্তু আপনার অসচেতনতার জন্য আপনার পরিবার , সমাজ বা দেশের মানুষের মাঝে ভাইরাসের সংক্রমন হলে এর জন্য আপনার সৃষ্টিকর্তা কি আপনাকে ক্ষমা করবেন ? নাকি এর দায় সৃষ্টিকর্তা নিবেন?
আপনার কি এর জন্য অপরাধ বোধ জাগে না এতটুকুও?
আপনার নিজের অসতর্কতা, স্বার্থপরতা আর ভন্ডামীর দায় সৃষ্টিকর্তার উপর চাপাতে চাচ্ছেন কি উদ্দেশ্যে ? এটা কি ভন্ডামী নয়?
সৃষ্টিকর্তা আমাকে আপনাকে কখনই জেনে বুঝে সমাজে রোগ সংক্রমন ঘটানোর মাধ্যমে মানুষের ক্ষতি করার পার্মিশান দেন নি।বরং সতর্ক হতে বার বার নির্দেশ দিয়েছেন।
আপনি না হয় সৃষ্টিকর্তার একান্ত আস্থাভাজন হওয়ার কারনে ভাইরাসে আক্রান্ত হয়েও কোন রকমে প্রানে বেঁচে ফিরে আসতেই পারেন। হয়ত সেই দৃঢ় বিশ্বাসও আপনার থাকতে পারে। কিন্তু আপনার কাছ থেকে সংক্রমিত হয়ে যদি নি:স্পাপ কিছু দূর্বল মানুষ,শিশু, বৃদ্ধ মারা যায় তবে এর দায় কি আপনার নয়?
আপনি যেমন সৃষ্টিকর্তার বান্দা ঠিক তেমনি যাকে আপনি আক্রান্ত করছেন সেও একই রকম সৃষ্টিকর্তার বান্দা।
অতএত এরকম ভন্ডামী ছাড়ুন।সৃষ্টিকর্তার আস্থাভাজন হতে হলে তাঁর সৃষ্টিকে ভালোবাসুন।গুয়ার্তুমি করে সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষকে ঝুঁকির মুখে ফেলে স্বার্থপরের মত কখনোই প্রভূর নৈকঠ্যলাভ সম্ভব নয়।
জগতের সকল প্রানীর জন্য লোক দেখানো প্রার্থনার কি মূল্য আছে যদি আপনি নিজেই জগতের প্রানীর ক্ষতির কারন হোন?
সমাজের সকলের জীবনের সূরক্ষার্থে আপনাদের মত গুয়ার,ভন্ড, স্বার্থপর, ছাগল টাইপের কিছু প্রানীকে রাষ্ট্রীয় উদ্দোগে ছাগলের খামারে বেঁধে রাখা এখন সময়ের দাবী।
মাহফুজ আহমেদ রনক
২৯-০৩-‘২০