নিজস্ব প্রতিবেদক: নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগ বিজয় একাত্তর হল, ঢাবি শাখার কার্যনির্বাহী সংসদের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সন্তান ইনসান কামাল সাফাত।
নব গঠিত বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মনোনীত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীব চন্দ দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং হল ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইনসান কামাল সাফাত পিতা মুজিবের জ্বালাময়ী ভাষণ, নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্কুল জীবন থেকেই ছাত্রলীগে রাজনীতিতে আকৃষ্ট হন।
ইনসান কামাল সাফাত বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকবো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাখবো এবং দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ এর আলোকে ডিজিটাল বাংলাদেশ ও সমৃদ্ধ বাংলাদেশ রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নিবেদিত থাকবো।