দৈনিক প্রত্যয় ডেস্কঃ নাটোরের নলডাঙ্গায় ছিনতাইয়ের শিকার হলেন পুলিশ সদস্যসহ তার পরিবার।
রোববার (৫ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর-বীরকুৎসা আঞ্চলিক সড়কের শিমলতলী এলাকায় কুচিয়ামারা সাঁকোতে ঘটনাটি ঘটে।
ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্যর শশুড় রোববার রাতে ৪ জনকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় মামলা করেছেন।
নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক ও থানার ডিউটি অফিসার আজগর আলী জানান, নাটোর শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা ও গাজীপুর সদর থানার কর্মরত পুলিশ সদস্য আরজু রাজশাহী জেলার বাঘমারা উপজেলার বীরকুট বীরকুৎসা থেকে অটোরিকশায় পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। বর্ষার কারণে অটোরিকশাটি নলডাঙ্গা উপজেলার শিমলতলী এলাকায় কুচিয়ামারায় আব্দুল আলিমের ব্যক্তিগত কাঠের সাঁকো দিয়ে আসে।
এসময় সাঁকোটি ব্যবহার করার জন্য ৮০ টাকা টোল চায় আলিমের ভাগিনা রবিউল আলম রিপন। পুলিশ সদস্য আরজু ৫০ টাকা টোল দিলে রিপনসহ তার সহযোগীরা তাদের পথ রোধ করে
পুলিশ সদস্যর কাছে থাকা নগদ ৮ হাজার টাকা এবং তার স্ত্রীর স্বর্ণের চেইন ও একটি নাগফুল জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
অফিসার আজগর আলী বলেন, এ ঘটনায় পুলিশ সদস্যের শশুর বীরকুৎসার এলাকার ইকবাল হোসেন ৪ জনকে অভিযুক্ত করে রোববার রাতে নলডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলার এক অভিযুক্ত আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান তিনি।
ডিপিআর/ জাহিরুল মিলন