প্রত্যয় ইউরোপ ডেস্ক : দেশের ছয় বিভাগে আজ কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে কোথাও কোথাও এই ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। এছাড়া দুপুরের পর থেকে একেক এলাকায় একেক সময় এই ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার (৩০ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই সময়ের ঝড়ো হাওয়া খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না। কিন্তু ঝড়ের গতিবেগ অনেক বেশি হতে পারে। সাথে বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকে।
ওমর ফারুক জানান, শুক্রবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ দিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২ মে থেকে ঝড়ের প্রবণতা বেড়ে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।