পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী ২ নভেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থীদের নিয়ে সরাসরি সাক্ষাৎকারভিত্তিক ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ২৮অক্টোবর) সকাল ১১ টায় পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস পিডিপি ও সুজন এ অনুষ্ঠানের আয়োজন করে।
পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) এর চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঁঞার সভাপতিত্বে, উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম আকন্দ (নৌকা) , বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মাও. আতাহার আলী (হাতপাখা) , স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন( মোবাইল ), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বতন্ত্র প্রার্থী মোতায়েন হোসেন স্বপন (জগ)।
অনুষ্ঠানে প্রার্থীগণ মেয়র নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে তাদের কর্ম-পরিকল্পনাসহ নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন। জনতার মুখোমুখি অনুষ্টানে জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, পৌর ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি শরিফুল ইসলাম চন্ডিপাশা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ইদুল মাষ্টার এগারসিন্দুর ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, সাংগনিক সম্পাদক শাকিল আহমেদ হৃদয় নারান্দী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সজিব আহমেদ পৌরসভার ভোটার ও দর্শক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।