প্রেস রিলিজ,জেলা প্রশাসক,কিশোরগন্জ:
অদ্য ৮ জুন ২০২০ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ২০০ পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেওয়া হয়।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল।
এছাড়াও উপস্থিত ছিলেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব শামীমা ইয়াসমীন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহামুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ উবায়দুর রহমান সাহেল, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক জনাব লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য সচিব জনাব শেখ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আশরাফ আলী, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কায়ুম , সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা। এ সময় ২০০ জনকে প্রত্যেকের পরিবারের জন্য ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি করে মাস্ক ত্রাণসামগ্রী হিসেবে দেয়া হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।