জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘উচ্চশিক্ষায় পরিকল্পনা, পদ্ধতি এবং সফলতা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর এই ওয়েবিনারের আয়োজন করে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এর সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস.এম ওয়াহিদ মুরাদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ভ এর পিএইচডি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আফসার আলী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, উচ্চশিক্ষার জন্য সঠিক পরিকল্পনা, পদ্ধতি বাস্তবায়ন ও সাফল্যের নানা বিষয়ে আলোচনা করেন। এময় তারা শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ও করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে ছাত্র কল্যাণ দপ্তর কাজ করে আসছে। অধিকাংশ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করেছে। তবুও সেশনটি অনলাইনে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সম্পর্কে উপকৃত হয়েছে।’