রাকিব শান্ত, ব্যুরো প্রধান উত্তরবঙ্গঃ অদ্য ০৩-১২-২০২০ খ্রিঃ বৃহস্পতিবার জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৪৫০ পিচ এ্যাম্পল এবং ৯০ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই মোঃ আতিকুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের অন্তর্গত কলন্দরপুর ব্রীজের দক্ষিশ পাশ হইতে ৪৫০ পিচ এ্যাম্পল এবং ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলো- ১। মোঃ নুর আলম(২৮), পিতা- মোঃ ইসমাইল হোসেন, গ্রাম- পশ্চিম রামচন্দ্রপুর, ২। মোঃ শওকত আলী @ মাষ্টার(৬৮), পিতা- মৃত রোস্তম আলী, গ্রাম-উত্তর গোপালপুর(আটাপাড়া)থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট। ৩। মোছাঃ হেনা বেগম(৪২), স্বামীঃ মোঃ সেলিম হোসেন, ৪। মোছাঃ হালিমা এরফে হালি(৪৮), স্বামীঃ মোঃ আব্দুল আজিজ উভয় গ্রাম-চকসূত্রাপুর, থানা ও জেলা- বগুড়া।