জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অপরিকল্পিত ভাবে গেস্ট হাউজ স্থাপনে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। করোনা মহামারীর জন্য ক্যাম্পাস দীর্ঘ ছুটি থাকায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ গুলোতে দুই দিন যাবৎ বিভিন্ন প্রকার পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অধিদপ্তরের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রকাশ করছে।
কারণ, বিশ্ববিদ্যালয় নতুন করে জমি অধিগ্রহণ না করে এক সাথে সব কিছু নির্মাণের এমন পরিকল্পনা। আর পুকুর ভরাট করে গাছ কেটে বঙ্গবন্ধু ভাস্কার্যকে আড়ালে ফেলে নির্মানাধীন ছাত্রহলের সামনে কেনো এরকম নির্মাণ পরিকল্পনা যা বিশ্ববিদ্যালয়কে একটি জনবহুল নগরীতে পরিণত করার পরিকল্পনা।
এ বিষয়ে জানতে চাইলে, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রেদোয়ান আহমেদ তিমন বলেন,আমি পুকুর ভরাটকৃত জায়গায় গেস্ট হাউজ নির্মানের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপক্ষে। এই জায়গায় গেস্ট হাউজ নির্মাণ করলে তা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খারাপ একটা সিদ্ধান্ত হবে।
আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এমন ভুল সিদ্ধান্ত নেয়।সঠিক পরিকল্পনার অভাবে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
বাংলা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন,অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ৫৭ একর খুবই অল্প জায়গা।সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ছাড়া যত্রতত্র বিল্ডিং গড়ে ফেলা যুক্তিযুক্ত না। পুকুর ভরাট করে গেস্ট হাউস নির্মাণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশের উপর কতটুকু বিরূপ প্রভাব ফেলতে পারে তা ভেবে দেখা উচিত। অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে গেষ্ট হাউস চাই না।
সেই সাথে আমি চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্য কোনো ভালো যায়গায় এই গেস্ট হাউস নির্মাণ করুক যা বিশ্ববিদ্যালয়ের আবহের সাথে মানায়।
এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃহাফিজুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ পরিকল্পনা না একদিনের না বা আমার একার কোন সিদ্ধান্ত না।
এর জন্য বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করেছে ট্রেজারার সহ কমিটিতে অনেকেই আছেন। আমি কেবল আমার দায়িত্ব পালন করি।আর সকল কিছুর অনুমোদন ভিসি এর অনুমোদিত সাক্ষরেই হয়ে থাকে। আর বিশ্ববিদ্যালয়ের এই ৫৭ একরের মাঝেই সব করতে হবে।
তিনি বলেন, আমার নামে ফেইসবুক বাজে মন্তব্য যারা করে তারা বিষয়টি না জেনে এমন মন্তব্য করে।
রিপোর্ট:মো:আরাফাত রহমান