নিজস্ব প্রতিবেদক: ঢাকার ফ্ল্যাট থেকে অবৈধ ভাবে অর্জিত ৮০ লাখ টাকা উদ্ধারের মামলায় সাময়িক বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দিয়ে আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। জামিন আবেদনের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘ভার্চুয়াল আদালত জামিন না দিয়ে আবেদনটি নিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন হাইকোর্ট।’ আইনজীবী মাহবুব শফিক বলেন, প্রায় এক বছর ধরে পার্থ গোপাল বণিক জেলে থাকলেও মামলাটি এখনও তদন্তাধীন। এখন পর্যন্ত অভিযোগপত্র দেয়নি দুদক। এই গ্রাউন্ডে জামিন চেয়েছিলাম। আদালত জামিন দেননি।
গত বছর ১৫ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ ডিআইজি পার্থ গোপাল বণিককে জামিন দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে গত বছর ১১ ডিসেম্বর মামলার সর্বশেষ অবস্থা জানতে চায় হাইকোর্ট। পরে জামিন বাতিল করেন।