প্রত্যয় ডেস্ক: জার্মানিতে গত ২৪ ঘণ্টায় (১৪ থেকে ১৫ অক্টোবর) নতুন করে ছয় হাজার ৬৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মহামারী শুরু থেকে প্রাত্যহিক হিসাবে দেশটিতে এর আগে এত আক্রান্ত হতে দেখা যায়নি।
বৃহস্পতিবার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর লাগাম টেনে ধরতে পরিকল্পনা মোতাবেক কঠোর বিধিনিষেধ আরোপের ব্যাপারে রাজি করাতে জার্মানির ১৬টি ফেডারেল রাজ্যের নেতার সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বৈঠক করার মাত্র কয়েক ঘণ্টা পর এক লাফে এই উদ্বেগজনক সংখ্যার কথা জানানো হয়েছে।
রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র রবার্ট কোচ ইন্সটিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, এর আগে গত ২৮ মার্চ জার্মানিতে প্রাত্যহিক হিসাবে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২৯৪।