বিশেষ প্রতিবেদন:এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট তথা প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? তাঁর বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যাওয়াকে কেন্দ্র করে পশ্চিমবাংলার রাজনীতিতে এই জল্পনাই শুরু হয়ে গিয়েছে। যদিও জ্যোতির্ময়ী এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।
রবিবার হঠাৎই একটি ছবি প্রকাশ্যে চলে আসে। সেই ছবিতে দিলীপ ঘোষের সঙ্গে দেখা যায় কৃষ্ণনগরের প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদারকে। ছবিটি দেখে মনে করা হচ্ছে, বাড়িটি জ্যোতির্ময়ীরই। দিলীপ ঘোষ তাঁর বাড়িতে গিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। ঘটনাচক্রে দু’জনেরই বাড়ি সল্টলেকে। জানা গিয়েছে, রবিবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে ছিলেন দিলীপ ঘোষ। বেরিয়েছিলেন জ্যোতির্ময়ীও। পথেই দু’জনের দেখা হয়ে যায়। জ্যোতির্ময়ী তাঁকে চা খাওয়ার জন্য বাড়িতে আমন্ত্রণ জানালে বিনাদ্বিধায় তাঁর বাড়ি চলে যান দিলীপ ঘোষ। দিলীপবাবুকে স্বাগত জানানোর পাশাপাশি জ্যোতির্ময়ী তাঁকে চাও খাওয়ান বলে খবর। কিন্তু জল্পনা তীব্র হয়ে ওঠে যখন একটি ছবিতে দেখা যায় দিলীপবাবুকে পদ্মফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন জ্যোতির্ময়ী।
উল্লেখ্য, পদ্মফুল বিজেপির নির্বাচনী প্রতীক। তার পরই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, তা হলে কি পদ্মফুলেই যাচ্ছেন জ্যোতির্ময়ী? না হলে ওই সকালে পদ্মফুল কোথায় পেলেন জ্যোতির্ময়ী? তার মানে কি দিলীপবাবুকে বাড়িতে আমন্ত্রণ জানানোর বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল? অনেকে এমন কথাও বলতে শুরু করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জ্যোতির্ময়ী শিকদার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন জ্যোতির্ময়ী নিজে। তবে বিজেপিতে যে যাচ্ছেন না, এমন কথাও তিনি জোর দিয়ে বলেননি। এশিয়ান গেমস এবং এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছেন। পেয়েছেন অর্জুন পুরস্কারও।
২০০৪ সালে রাজনীতিতে আসেন তিনি। লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ২০১৪ সালে কৃষ্ণনগর থেকে দ্বিতীয়বার সিপিএম প্রার্থী হলেও জিততে পারেননি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েও হেরে যান। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কিন্তু সে ভাবে সক্রিয় হতে তাঁকে কখনও দেখা যায়নি। এবার কি ঘাসফুলে আরেকবার নিজের ভাগ্য পরীক্ষা করাতে চাইছেন তিনি? প্রশ্ন এখন সেটাই।