দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক রাতেই তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা ওই তিন বাড়ির লোকজনদের মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গাং পাড়ার আমিন উদ্দিন, মানোয়ার ও রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামের তিজারত আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৮-১০ জনের একটি দল তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সবাই হাফপ্যান্ট ও একই রংয়ের গেঞ্জি পড়া ছিল।
এসময় ডাকাতেরা ওই তিন বাড়ির পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, হরিণাকুন্ডু উপজেলার তিন বাড়িতে ডাকাতির ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিপিআর/ জাহিরুল মিলন