1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ঝড়ের পর ফ্রান্স-ইতালিতে ৭ মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২২৪ Time View
ঝড়ের পর ফ্রান্স-ইতালিতে ৭ মরদেহ উদ্ধার

প্রত্যয় ডেস্ক: নিস শহরের কাছে ফ্রান্স ও ইতালির সীমান্ত অঞ্চলে তীব্র ঝড়, ভারি বৃষ্টিপাত আর হঠাৎ বন্যার পর এ পর্যন্ত সাতটি মৃতদেহ পাওয়া গেছে। দুই দেশের কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, রবিবার ইতালির উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় পাঁচটি ও ফ্রান্সে দুটি মৃতদেহ পাওয়া যায়। এদের নিয়ে শুক্রবারের ওই ঝড় ও ঝড় পরবর্তী প্রবল বৃষ্টি ও বন্যায় মোট মৃতের সংখ্যা নয় জনে দাঁড়ালো। ফ্রান্সের ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আরও ২১ জন নিখোঁজ রয়েছেন, এদের মধ্যে আট জন ঝড়ে নিখোঁজ হয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরোতে দাঁড়িয়েছে। ইতালিতে অনেকগুলো সড়ক সেতু ধসে পড়েছে, কয়েকটি শহরের রাস্তা জঞ্জাল ও কাদায় ঢেকে গেছে; বহু গাড়ি উল্টে পড়ে আছে। শনিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসতেক্স জানিয়েছেন, ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং রেকর্ড রাখা শুরু হওয়ার পর এত কম সময়ে এত বেশি বৃষ্টিপাত আর দেখা যায়নি।

ইতালিতে পাওয়া পাঁচটি মৃতদেহের চারটি ভেনটিমিলিয়া ও সান্তো স্তেফানো আল মারে শহরের মধ্যবর্তী সাগর তীরে ভেসে এসেছে। এই মরদেহগুলোর কয়েকটি ফ্রান্সের উপকূল থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ইতালির তল্লাশি ও উদ্ধারকারী দল ফ্রান্সের সীমান্ত অঞ্চল থেকে একজন মেষপালকের মৃতদেহ উদ্ধার করেছে। সেখানকার অপর মৃতদেহটি একটি গাড়ির ভিতরে পাওয়া গেছে। হড়কা বানের তোড়ে সা-মাখতা-ভিজুবি গ্রাম থেকে ওই আরোহীসহ গাড়িটি ভেসে গিয়েছিল। পিদমন্ত অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ড সীমান্তের নিকটবর্তী সাম্বুগেত্তো শহরে মাত্র ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৩০ মিলিমিটার (২৪ দশমিক ৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এটি এই এলাকার বার্ষিক মোট বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..