প্রত্যয় নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে ২ লাখ ৭৭ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হল, বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের রায়হান মিয়া (২০)।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে ৩ ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৭৭ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোরবানির পশুর হাটে চালানোর জন্য এসব জাল নোট তৈরি করছিল বলে জানায়।
পরে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদশক মোঃ নুরুজ্জামান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন