বিশেষ প্রতিবেদন,কলকাতা:
দীর্ঘ ৮৫ দিন পর টেলি ধারাবাহিকগুলির হাত ধরে অবশেষে শুটিং শুরু হয়ে গেল টালিগঞ্জে। ফলে ফের জমজমাট দেখাতে শুরু করেছে স্টুডিওগুলি। করোনা পরিস্থিতিতে জারি হওয়া নিয়মগুলি মেনেই শুরু হয়েছে সিরিয়ালগুলির শুটিং। এদিন ‘শ্রীময়ী’, ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘ত্রিনয়নী’ প্রভৃতি ধারাবাহিকগুলির শুটিং হয়। যে সব ধারাবাহিকের শুটিং এদিন শুরু করা যায়নি, সেগুলিরও শুটিং দ্রুত শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
প্রথমদিন জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’র শুটিং হল ইন্দ্রপুরী স্টুডিওতে। স্টুডিওতে ঢোকার মুখেই বসানো ছিল হাত ধোওয়ার মেশিন। সকলকেই হাত ধুয়ে ভেতরে ঢুকতে হয়েছে। এদিন ছিল দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরের দৃশ্যের শুটিং। অংশ নিয়েছেন রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া। অনেকদিন পর ফের শুটিংয়ে অংশ নিতে পেরে বেশ খুশি তিনি। সেট আগের মতো থাকলেও অনেকটাই বদলে গিয়েছে চেনা দৃশ্যগুলি। এক–একটা দৃশ্য গ্রহণের পরই শিল্পী ও কলাকুশলীদের মাস্ক পরে নিতে হচ্ছে। বারবার হাত স্যানিটাইজ করতে হচ্ছে। টেকনিশিয়ানদের পরতে হয়েছে ফেসশিল্ড।
এই ধারাবাহিকগুলির সম্প্রচার আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বলে নির্মাতাদের আশা। তবে এদিন ননফিকশন ধারাবাহিকগুলির শুটিং শুরু হয়নি। কবে সেগুলির দৃশ্যগ্রহণ হবে, তা–ও চূড়ান্ত হয়নি। যদিও আগে শোনা গিয়েছিল ১০ জুন বুধবার থেকে টালিগঞ্জে শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু মতপার্থক্য ও নানা সমস্যার জন্য তা সম্ভব হয়নি। পরিবর্তে ১১ জুন বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হল। অবশ্য এদিন শুটিং শুরু হয়েছে নতুন কিছু নিয়ম মেনে। কোনও ইউনিটেই নিয়মানুযায়ী ৩৫ জনের বেশি মানুষকে রাখা হয়নি।