ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী’ (ডুসাফ) এর নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রেদোয়ান ইবনে সাইফুল এবং সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ(বাবু) নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার ডুসাফের এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি রেদোয়ান বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ বাবু ১৭-১৮ সেশনের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
সভাপতি রেদোয়ান বলেন, সবসময় ঢাবিতে ফেনীর অধ্যয়নরত শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখতে চেষ্টা করবো এবং অন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ফেনীর শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র স্থাপনে সচেষ্ট থাকব।
সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ বাবু বলেন, ডুসাফ পরিবারের প্রত্যেক সদস্যের ভালোবাসাকে কাজে লাগিয়ে এবং ডুসাফের প্রতি তাদের নিজস্ব মতামত ও চিন্তা-ধারাকে প্রাধান্য দিয়ে আমাদের প্রাণের সংগঠন ডুসাফকে এগিয়ে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, ফেনীর শিক্ষার্থীদের সংগঠন ডুসাফ, ফেনী থেকে আগত ঢাবি শিক্ষার্থীদের বরণ, বৃত্তি প্রদান, ভর্তি সহযোগিতা এবং যেকোনো সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।