ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা (২০২০-২১ শিক্ষাবর্ষ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক ইসমত রুমিনাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এ বছর ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিটে ২ হাজার ৬৫৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯ হাজার ৪৫১ জন।