নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১৮ আসনের সকল থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীদের সাথে নিয়ে উপ-নির্বাচনে অনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে হযরত শাহ্ কবির (রঃ) মাজার মসজিদ থেকে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের অনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করার আগে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধরা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
হাবিব হাসান বলেন, জামায়াত-বিএনপি এই আসন থেকে পাস করতে পারেনি। আর পরবেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধরা অব্যাহত রাখার জন্য নৌকাকে ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, এই উপ-নির্বাচনের নৌকা বিজয় করতে হবে। নৌকা বিজয় করলে প্রয়াত সাবেক এমপি সাহারা খাতুনের সম্মান আমরা ধরে রাখতে পারবো। এই নির্বাচনের ওপর নির্ভর করছে সাহারা আপার সম্মান ধরে রাখা।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলেন, সকলে ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধরা অব্যাহত ধরে রাখার জন্য নৌকাকে ভোট দিতে হবে।
উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখে নৌকাকে ভোট দিয়ে বিজয় করতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকার প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের প্রচারণা অংশ নেয়ার আহবান করেন তিনি।
এসময় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, উত্তর আওয়ামী লীগের নেতা মিনহাজুল ইসলাম মিজু।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মীদের সরব উপস্থিতি এবং নৌকার মূহুর্মুহু মিছিলে প্রকম্পিত হয়ে উঠে ডিএনসিসি ৪৫নং ওয়ার্ড উত্তরখান এলাকা।
প্রচারনায় উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জয়নাল, উত্তরখান ইউনিয়ন সভাপতি আলীউল্লা ও সাধারণ সম্পাদক মিলনের নেতৃত্বে শত শত নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।