জাননাহ, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যানটিনে খাবারের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও খাবারের মান দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। খাবারের দাম নিয়ন্ত্রণ ও মানোন্নয়নে ভর্তুকি দেওয়ার পাশাপাশি ক্যানটিনগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবি তুলছেন অনেকেই।
শিক্ষার্থীদের অভিযোগ , ক্যানটিনে একদিকে ভাতের চাল আরও মোটা হচ্ছে, অন্যদিকে ডালের ঘনত্ব আরও কমছে।
আজ সোমবার(২৩ ননভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে ‘খাবারের দাম কমাও আন্দোলন’ ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের কর্মীরা তিন দফা দাবি উত্থাপন করেন।
এগুলো হলো ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমানো, হল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডাইনিং চালু করা এবং খাবারের মান উন্নত করা।
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য উমামা ফাতেমা অভিযোগ করেন, হলগুলোর ক্যানটিনে খাবারের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আগে ২০-৩০ টাকায় এক বেলার খাবার খাওয়া যেত, ১০০ টাকার মধ্যেই সারা দিনের খাবার মিলত। এখন ১৫০-২০০ টাকায়ও সারা দিনের খাবার হচ্ছে না। শুধু খাবারের পেছনেই মাসে ৬-৭ হাজার টাকা খরচ হচ্ছে শিক্ষার্থীদের।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ বলেন, হলে খাবারের দাম বাড়লেও মান বাড়েনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না; উল্টো ক্যানটিনগুলো ইজারা দিয়ে অন্যদের লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে তারা।
সমাবেশ শেষে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি মিছিল ঢাবির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে কলাভবনের সামনে গিয়ে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়।