জাননাহ, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) এক ছাত্রের গায়েহলুদের অনুষ্ঠান করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে এসএম হলের ভেতরের মাঠে গায়েহলুদের এই আয়োজন করা হয়।
বিয়ে করতে যাওয়া বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র হাবিবুর রহমান রবিনের সহপাঠীদের উদ্যোগে করা এই আয়োজন করা হয়। হাবিবুর রহমান ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।স্নাতক শেষে এখন স্নাতকোত্তরে পড়ছেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে। আর পাত্রী রোকেয়া হলের, তাঁরই সহপাঠী।
আয়োজনটি ফেসবুক লাইভে সম্প্রচার করেন এসএম হল সংসদের সাবেক ভিপি এম এম কামাল উদ্দীন। সেখানে পাত্র হাবিবুর রহমানও বলেন, ‘ছাত্রজীবনে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া আমাদের সামাজিক প্রেক্ষাপটে মোটেও সহজ ছিল না। তবু আমরা দুই পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি। অবশেষে সবার দোয়ায় কিছু একটা হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই।’
তবে এটিকে একটি ‘শুটিংয়ের অনুষ্ঠান’ বলে দাবি করেন এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মজিবুর রহমান।
জানতে চাইলে হাবিবুরের এক সহপাঠী বলেন, তারা হল প্রশাসনের কাছ থেকে সেভাবে কোনো অনুমতি নেননি।