জাননাহ, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন হবে কাল। বুধবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে এ অনুষ্ঠান হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভুটানের প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লোটে শেরিং উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য এ জানানো হয়েছে। শতবর্ষের অনুষ্ঠানসূচিও রয়েছে এতে ।
অনুষ্ঠানের শুরুতে শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শন এবং ‘থিম সং’ পরিবেশন করা হবে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত গ্রন্থসমূহ ও ওয়েবসাইট উদ্বোধন করবেন। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে বিশেষ স্যুভেনির দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অভ্যন্তরীণ সড়কে দৃষ্টিনন্দন আলোকসজ্জা শোভা পাচ্ছে।
উদ্বোধনী দিন সহ ২, ৩, ৪ ও ১২ ডিসেম্বর কেন্দ্রীয় খেলার মাঠে বিকেল ৪টায় আলোচনা সভা এবং বিকেল সাড়ে ৫টায় খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রথিতযশা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং নৃত্যকলা বিভাগের শিল্পী ও অ্যালামনাইরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
যারা থাকবেন :
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করবেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংগীত পরিবেশন করবে ঢাবির সংগীত বিভাগ, নৃত্য পরিবেশন করবে ঢাবির নৃত্যকলা বিভাগ।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ভারতীয় শিল্পী শ্রীকান্ত আচার্য। শিল্পী হিসেবে এদিন আরও অংশগ্রহণ করবেন সামিনা নবী, সৈয়দ আব্দুল হাদী, ফরিদা পারভীন, ফাতেমা-তুজ-জোহরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২ ডিসেম্বর সন্ধ্যায় একক আবৃত্তি পরিবেশন করবেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সংগীত পরিবেশন করবে ঢাবির সংগীত বিভাগ।
শিল্পী হিসেবে এদিন আরও অংশগ্রহণ করবেন ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমীন মোস্তারী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ।
তৃতীয় দিন ৩ ডিসেম্বর সন্ধ্যায় নাটক পরিবেশন করবে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, নৃত্য পরিবেশন করবে ঢাবির নৃত্যকলা বিভাগ। শিল্পী হিসেবে এদিন অংশগ্রহণ করবেন অধ্যাপক ডা. রেজওয়ানা চৌধুরী, সুজিত মোস্তফা, রফিকুল আলম, শুভ্র দেব, বাপ্পা মজুমদার।
অনুষ্ঠানের চতুর্থ দিন ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সংগীত পরিবেশন করবেন শিল্পী নাদিরা বেগম, কিরণ চন্দ্র রায়, নৃত্যনাট্য পরিবেশন করবে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ। ওইদিন ব্যান্ড সংগীত পরিবেশন করবে ব্যান্ড চিরকুট। উপস্থাপনায় থাকবেন রূপা চক্রবর্তী।
এছাড়া আগামী ১২ ডিসেম্বর মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’র সৌজন্যে কেন্দ্রীয় খেলার মাঠে জনপ্রিয় ব্যন্ডদলের পরিবেশনায় সংগীতানুষ্ঠান থাকবে।