ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে নিজ কক্ষে হামলার শিকার হয়েছেন মাস্টার্সের এক শিক্ষার্থী। তার নাম আখলাকুজ্জামান অনিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।
আর হামলা চালিয়েছে দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপরাধ বিজ্ঞান বিভাগের সফিউল্লাহ সুমন (পিটার) নামের এক শিক্ষার্থীর নেতৃত্বে দশ-বারোজন হলের পদ্মা ব্লকের ২০১০ নম্বর রুমে ঢুকে। ঘুমন্ত অবস্থায় থাকা অনিককে টেনে তুলে তারা মারধর করে। পরে তার চিৎকার শুনে রুমমেট ও পাশের রুমের ছাত্ররা এসে তাকে উদ্ধার করে।
হামলায় অংশগ্রহণকারী কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন বলে জানিয়েছেন অনিক। তারা হলেন- সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাসফিউর রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের সফিউল্লাহ সুমন (পিটার), ম্যানেজমেন্ট বিভাগের সাব্বির আল হাসান, সাংবাদিকতা বিভাগের নাইমুর রশিদ নাঈম। তারা হল ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীবের অনুসারী হিসেবে পরিচিত।
জানা গেছে, কয়েকদিন আগে মাসফিউরের সঙ্গে অনিকের নারী সংক্রান্ত বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যানে কথা কাটাকাটি হয়। অনিক মাসফিউরকে সেখানে র্যাগ দেন। তারই প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়।
তবে সেই ঘটনা অস্বীকার করেছেন অনিক। তিনি বলেন, যে দিনের কথা তারা বলেছে, সেদিন আমার পরীক্ষা ছিল। আমি সোহরাওয়ার্দী উদ্যানে যাইনি।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অনিক।