ঢাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি হয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের আফরেদী হাসান সেজা। আর সাধারণ সম্পাদক হয়েছেন জগন্নাথ হলের ছাত্র সুজয় বসু।
আইন অনুষদ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আফরেদী হাসান সেজা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িয়ে রয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে আমরা সর্বদা কাজ করে যাব।
আইন অনুষদে ক্যান্টিনের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে তিনি বলেন, কাজী মোহাহার হোসেন ভবনে আইন অনুষদ ছাড়াও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত সহ আরও বেশ কিছু বিভাগ থাকলেও সেখানে শিক্ষার্থীদের জন্য কোনো ক্যান্টিন নেই। এতে বাধ্য হয়ে শিক্ষার্থীদেরকে বাইরে থেকে অতিরিক্ত মূল্য দিয়ে খাবার কিনে খেতে হয়। বাইরের এ খাবারগুলো না মানসম্মত, না স্বাস্থ্যকর। তাই ক্যান্টিনের দাবিতে শিক্ষার্থীদের চলমান এ আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আমরা তাদের পাশে আছি।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় পাঁচ বছর কমিটিবিহীন থাকার পর নতুন এই কমিটি পেল ঢাবির আইন অনুষদ ছাত্রলীগ৷ এর আগে সর্বশেষ ২০১৭ সালে আইন অনুষদ ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল।