জাননাহ, ঢাবি প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় টিএসসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন শেষে টিএসসিতে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতায় জড়িতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নিঃসন্দেহে একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। আমরা লক্ষ্য করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এ ধরনের সাংবাদিক সমিতি গড়ে উঠেছে।
‘প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরনের সংগঠন থাকে এবং এই সংগঠন যখন বস্তুনিষ্ঠ ও অনুসন্ধিচ্ছু দৃষ্টিভঙ্গিতে কাজ করে, তখন সেটির গুরুত্ব অশেষ। নানা ধরনের অসঙ্গতি, বিচ্ছ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সাংবাদিকদের সবসময়ই তীক্ষ্ম দৃষ্টি থাকে। তাদের লেখনী পলিসি লেভেলে গুরুত্ব রাখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কাজগুলো করি।’
উপাচার্য আরও বলেন, আমরা প্রতিদিন সকালে খবরের কাগজের যে বিষয়গুলো প্রথমে দেখি, সেগুলো হলো নিজেদের বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা এবং দেখার পরে আমরা সত্যতা যাচাই করে সেগুলো সুরাহা করার চেষ্টা করি। এভাবেই কিন্তু একটি সমাজের সুষ্ঠু ধারা প্রবর্তন, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও কাজের গতিশীলতা আনার জন্য নানাভাবে এখান থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি।
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুজার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।
উল্লেখ্য, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ প্রীতি ফুটবল ম্যাচে ঢাবি সাংবাদিক সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মুখোমুখি হবে।