দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৬ জন করোনা রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬ জন রোগীকে এ থেরাপি দেওয়া হয়।
হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান জানান, ঈদের আগে থেকে আজ পর্যন্ত ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। পরীক্ষামূলক চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। রোগীদের শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
প্লাজমা সংগ্রহ শুরু হওয়ার কার্যক্রম থেকে বুধবার পর্যন্ত আনুমানিক ১৯ জন করোনা জয়ীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি। ডোনার পেলেই হাসপাতালে প্রতিদিন প্লাজমার সংগ্রহ কার্যক্রম চলতে থাকে।
ডিপিআর/ জাহিরুল মিলন