তাড়াইল(কিশোরগঞ্জ): “দুর্নীতি করবো না,দুর্নীতি মানবো না,দুর্নীতি সইবো না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৌলানা নুরউদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক মনোরঞ্জন তালুকদার, সাংবাদিক রবীন্দ্র সরকার প্রমূখ।
আলোচনা সভায় লুবনা শারমীন বলেন, আপনার অধিকার আপনার দ্বায়িত্ব।সর্বস্থরে দুর্নীতিকে না বলুন।একটি দেশ ও জাতির উন্নয়নে বাধা দুর্নীতি।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক প্রফুল্ল সামন্তের নির্দেশনায় সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন অনুষ্টিত হয়।