রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর চারঘাট উপজেলায় ত্রান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলমগীর হোসেনকে ঘেরাও করে রাখে। কাটাখালী থানা পুলিশ এসে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে তাকে উদ্ধার করে। আলমগীর হোসেন ইউসুফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
সোমবার (৪ মে) সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা ত্রাণ বিতরনের অনিয়মের অভিযোগ তোলেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ গ্রামবাসি তাকে ঘেরাও করে ত্রাণ দাবি করেন। পরে সংবাদ পেয়ে কাটাখাালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সভাপতিকে উদ্ধার করেন।
বিষয়টি জেনে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, আমাদের এক মাস যাবত কাজকর্ম বন্ধ। সরকার কাজহীন লোকজনকে ত্রাণ দেবার কথা বলছে টিভিতে। কিন্তু আমরা অসহায় দরিদ্র লোকজন ত্রাণ পাইনি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, অনেকই ত্রাণ পেয়েছেন। আবার অনেকেই পাননি। যারা পেয়েছেন, তাদের মাথা ব্যথা নেই। যারা পাননি, তারা ক্ষুব্ধ হয়েছেন। তবে সরকার পর্যায়ক্রমে সকলের বাড়িতেই খাদ্রসামগ্রী পৌঁছে দিচ্ছে।
ওয়ার্ড ইউপি সদস্য জালাল আহম্মেদ বলেন, তিনটি গ্রাম নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে নিয়মতান্ত্রিকভাবে ত্রাণ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকলকেই ত্রাণ দেয়া হবে।
ইতিমধ্যে ওই ওয়ার্ডের দেড় শতাধিক অসহায় দরিদ্রদের হাতে খাদ্রসামগ্রী তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকলের হাতেই খাদ্যসামগ্রী তুলে দেয়া হবে। ত্রাণ বিতরনে অনিয়মের কোন সুযোগ নেই।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন বলেন, ইউনিয়নের গরীব মানুণের তুলনায় ত্রাণসামগ্রী অপ্রতুল। পর্যায়ক্রমে সকলকেই ত্রাণ দেয়া হবে।