ভ্যাকসিনের শিশির প্যাকেজিংয়ে ত্রুটি ধরা পড়ার কারণে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও। খবর এএফপির।
হংকং সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পূর্ব সতর্কতা হিসেবে, এ বিষয়ে তদন্তের সময় বর্তমান ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচী স্থগিত থাকবে।’
হংকং ও ম্যাকাও উভয় শহরের পক্ষ থেকেই বলা হয়, চীনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফোসুন এই ত্রুটির বিষয়ে তাদের অবগত করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। চীনে ফাইজারের ভ্যাকসিন বিতরণের দায়িত্বে রয়েছে ফোসুন।
শিশির লট নম্বর ২১০১০২ তে ত্রুটিপূর্ণ প্যাকেজিং পাওয়া গেছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্যাকেজিংয়ে কী ধরণের ত্রুটি রয়েছে সে বিষয়ে হংকং ও ম্যাকাওয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে উভয়ের বিবৃতিতেই বলা হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমনটা তারা মনে করেন না।
কর্তৃপক্ষ জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা প্রচুর সাবধানতা অবলম্বন করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
হংকংয়ের কিছু অধিবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাদের ভ্যাকসিন নেয়ার যে নির্ধারিত সূচি ছিল তা বাতিল করা হয়েছে এবং কিছু ভ্যাকসিন প্রয়োগ সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।