1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

দিনাজপুরে এক দিনে সর্বোচ্চ ৩১ জন করোনা শনাক্ত         

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১২৬ Time View
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ        
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে একদিনে ৩১ জন (নবাবগঞ্জ -১৩,বিরামপুর -৮,সদর -৪,পার্বতীপুর -৪,চিরিরবন্দর -২) কোভিড -১৯ শনাক্ত এবং নতুন করে ৪ জন করোনা থেকে সুস্থ হয়ে শভাবিক জীবনে ফিরে এসেছেন। এ নিয়ে জেলায় মোট রোগী -১৭৯, মোট  সুস্থ -৩২ জন,মৃত ১ জন।  
বুধবার (২৭ মে) সন্ধায় দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৪৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩১ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ,১ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ ও ১১৩ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১৭৯ জন, সুস্থ হয়েছে ৩২ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। আক্রান্তদের মধ্যে ১৩০ জন পুরুষ, ৪১ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে শিশুসহ ৪২ জন(সুস্থ ৬ জন ),বিরলে ২২ জন(সুস্থ ২ জন) , নবাবগঞ্জে ২০ জন (সুস্থ ৪ জন), ফুলবাড়ীতে ৪ জন (সুস্থ ১ জন), পার্বতীপুরে ১১ জন (সুস্থ ২ জন), বোচাগঞ্জে ৯ জন (সুস্থ ২ জন), ঘোড়াঘাটে ১৯ জন(সুস্থ ১ জন) ,  কাহারোলে ৯ জন (সুস্থ ১ জন) , হাকিমপুরে ২ জন(সুস্থ ১ জন) , চিরিরবন্দর ৬ জন, বিরামপুর ১৮ জন(সুস্থ ৩ জন) , বীরগঞ্জ ১১ জন(সুস্থ ১ জন) , খানসামায় ৬ জন। তাদের  মধ্যে ১৩৩ জন রয়েছে হোম আইসোলেশনে, ৯ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, ৪ জন হাসপাতালে রয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
বুধবার (২৭ মে) দিনাজপুর জেলার  অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ২৯০৯ টি,  এ পর্যন্ত ২৮৫৬ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭৯ জন, এর মধ্যে  মৃত ১ জন এবং  সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৩২ জন (সদর ৬, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ৪, পার্বতীপুরে ৩,কাহারোল ৭ জন, বোচাগঞ্জ ২ জন,হাকিমপুর ২ জন, ঘোড়াঘাটে ১ জন, বিরামপুর ৩ জন,বিরলে ২ জন, বীরগঞ্জে ১ জন )।
দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায়  হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২২৩ জন।  বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৮৬৬৬ জনের মধ্যে ৬৫৬৫ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ২১০১ জন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..