প্রত্যয় নিউজডেস্ক: পর্দা উঠল আইপিএলের তেরতম আসরের। প্রথম ম্যাচেই মুখোমুখি দুই চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চেন্নাই।
মুম্বাই ইন্ডিয়ান্সকে বরাবরের মতো নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। একাদশে চার বিদেশি কোটায় আজ তারা খেলাচ্ছে কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন আর ট্রেন্ট বোল্টকে।
চেন্নাই সুপার কিংসেরও অধিনায়ক বরাবরের মতো মহেন্দ্র সিং ধোনি। তাদের একাদশে চার বিদেশি হলেন-শেন ওয়াটনসন, ফাফ ডু প্লেসিস, স্যাম কুরান আর লুঙ্গি এনগিদি।
মুম্বাই একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।
চেন্নাই একাদশ : শেন ওয়াটসন, মুরালি বিজয়, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, পিযুষ চাওলা, দীপক চাহার, স্যাম কুরান, লুঙ্গি এনগিদি।