প্রত্যয় ডেস্ক, রাঙামাটি প্রতিনিধিঃ পাহাড় ও সমতলে নারী –শিশু নির্যাতন, ধর্ষন, যৌন সহিংসতার সুষ্ট বিচার ও অপরাধীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।বধবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে রাঙামাটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মো মেয়র জামাল উদ্দীন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোরুল হক। রাঙামাটি ১৫টি সেচ্ছাসেবী সংগঠন ও তাদের নেতাকের্মীরা অংশগ্রহনসহ বক্তব্য রাখেন।
দেশ জুড়ে ধর্ষনের প্রতিবাদে ও বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব-বন্ধনে বক্তরা বলেন, সারাদেশের ন্যায় তিন পার্বত্য জেলায় প্রতিনিয়ত নারীরা ধর্ষন, যৌন নিপীড়নের শিকার হচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নয়, মা-বোনদের ওপর এমন বর্বর নির্যাতন আমরা মেনে নিতে পারি না।
ঘন্টাব্যাপী মানব-বন্ধনে বক্তরা আরো বলেন, ধর্ষকের কোন জাতিগত পরিচয় নেই, প্রতিনিয়ত নারী ধর্ষন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে আইন শৃংখলা বাহিনীকে কঠোর হওয়ার আহবান জানান। ধর্ষনের বিচারে আরো কঠোর হতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
রিপোর্টঃ চৌধুরী হারুনুর রশীদ