নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার এই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব প্রক্রিয়ায় বিগত বছরগুলোতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করত। করোনাভাইরাসের মহামারি এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিতের কথা জানিয়ে বুধবার আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
এক দিন আগেই ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে এই চারটি কলেজকে আগামী ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছিল। ৩১ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী করেছে। কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি।
গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এই চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল। সে জন্য তারা আদালতেও গিয়েছিল।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে। কোনো শিক্ষার্থী যাতে আক্রান্ত না হন সে বিষয়টি মাথায় রেখেই আগের অনুমোদন স্থগিত করা হয়েছে।