বিশেষ প্রতিবেদক: বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানাধীন পুট্টারঝিরি এলাকায় বিজিবি এর অভিযানে অবৈধ অস্ত্র, মদ এবং সিগারেট উদ্ধার করা হয়েছে।
১৫ জুলাই রাত আনুমানিক ১ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে উত্তর পুট্টারঝিরি নামক স্থানে মেইন পিলার ৫১ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্বে (জিআর-৩৭৪৭২২ মানচিত্র-৮৪/৭) পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম T-০৬ গান ০১টি, চাইনিজ রাইফেল (Lion Brand) ০১টি, SBBL ১২ বোর ০১টি, দেশীয় তৈরী পিস্তল ০১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ০৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট (Red Rubx) ১০ প্যাকেট (১০x২০) ২০০টি এবং বার্মিজ বস্তা ০৪টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এই ব্যাপারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।