নিজস্ব প্রতিবেদক: আজ ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস। ১৯৭৬ সালের এই দিনে তিনি রাজধানীর পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিণী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। তার মৃত্যুর দিনে টেলিভিশনে চলছে নানান রকমের আয়োজন। তার মধ্যে কিছু নিম্নে উল্লেখিত-
পুবের জানালা রুদ্ধ
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পুবের জানালা রুদ্ধ’। কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে এটি। প্রশান্ত অধিকারীর চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবণ্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ।
সোনার হিন্দোলে
আজ রাত রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘সোনার হিন্দোলে’। ফেরদৌস আরার পরিবেশনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানের পরিবেশনকৃত গানগুলোর মধ্যে রয়েছে প্রভাত বিনা তব, চোখের নেশায়, সোনারও হিন্দোলে এবং রহি রহি কেন আজও।
জোনাকি জ্বলে
রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে কাজী নজরুল ইসলামের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘জোনাকি জ্বলে’। গীতালি হাসানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।