প্রত্যয় ইসলাম ডেস্ক: হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) কখনও সকাল হলে ও সন্ধ্যা হলে এই কথাগুলো বলতে ছাড়তেন না- ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনি ওয়া দুনইয়ায়া, ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আউরাতি ওয়া আ-মিন রাউআতি। আল্লাহুম্মাহ ফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ওয়া মিন ফাউকি। ওয়া আউজু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি’,
অর্থাৎ, ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট ইহকালে ও পরকালে নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট আমার ধর্ম ও পার্থিব জীবনে এবং পরিবার ও সম্পদে ক্ষমা ও নিরাপত্তা ভিক্ষা করছি। হে আল্লাহ! আপনি আমার লজ্জাকর বিষয়সমূহ গোপন রাখুন এবং আমার ভীতির সময় নিরাপত্তা দিন। হে আল্লাহ! আপনি আমাকে আমার সম্মুখ ও পশ্চাৎ, ডান ও বাম এবং ওপর থেকে রক্ষণাবেক্ষণ করুন। আর আমি আপনার মাহাত্ম্যের উসিলায় আমার নিচে ভূমিধস থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (ইবনে মাজা : ২/১২৭৩; মুসনাদ আহমাদ : ২/২৫)