ইবি প্রতিনিধি:ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি নুরুরল হক নুরকে নবীর সাথে তুলনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে নিন্দার ঝর বইছে।
জানা যায়, সম্প্রতি নুরের বিরূদ্ধে ধর্ষন মামলা দায়ের হওয়ার পর থেকেই ধর্ষিতা ঢাবির ছাত্রীর পক্ষ নিয়ে লেখালেখি করে আসছেন টনি। সে সুত্র ধরে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ধর্ষিতা ঢাবি শিক্ষার্থীর পক্ষ নিয়ে স্ট্যাটাসে নুরকে নবীর সাথে তুলনা করেন।
টনি তার স্ট্যাটাসে লেখেন, ‘যারা এতদিন নুরকে নবীর স্থানে বসিয়েছেন, নুর কিছু করে নাই বলে মুখে ফেনা তুলেছেন, নুরুর জন্য রাস্তায় রাস্তায় শ্লোগান দিয়েছেন তাদেরর জন্য বলছি-আপনার নবীর মতো ভাইয়ের হাতে আপনার বোন নিরাপদ তো? তাই আপনারা যারা নুরকে আদর্শ মেনে রাস্তায় রাস্তায় মুখ বাজিয়ে বেড়াচ্ছেন দয়া করে আমাকে আপনারা নিজ দায়িেেত্ব আনফ্রেন্ড করে দিবেন।
এদিকে তন্ময় সাহা টনির এ স্ট্যাটাসে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে টনি কে নিয়ে সমালোচনা। টনির এ স্ট্যাটাস ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে বলে মন্তব্য করেছেন অনেকে। টনির স্ট্যাটাসের কমেন্টেও ধর্মীও অনুভুতির আঘাতের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যলিয় শাখার ছাত্রলীগ কর্মীরাও একই অভিযোগ তুলেছে টনির বিরূদ্ধে। ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ এনে তার শাস্তি দাবি করেন অনেকে।
টনির স্ট্যাটাসের কমেন্টে ওমর ফারুক নামে এক ব্যাক্তি লিখেন, ‘পোস্টকারী নবীর প্রসঙ্গ এনে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে যা অমার্জনীয় অপরাধ। তার বিচার হওয়া উচিৎ।
ইসমাইল হোসেন লেখেন, ‘এই নাস্তিকটা এক ঢিলে দুই পাখি শিকার করতে চাচ্ছে তাই উনাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী নুর আলম লেখেন, ‘নুর গং এর শাস্তি আমরা সকলেই চাই, কিন্তু নুরুর সাথে আমাদের প্রিয় নবী (সঃ) এর তুলনা করা পুরা ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার শামিল।’
সাবেক শিক্ষার্থী শাহজাহান নবীন লিখেন, ‘নবীর সঙ্গে নুরুর প্রসঙ্গ আসলো কেমনে? তোর এত বড় সাহস কী করে হলো নবীকে জড়িয়ে কথা বলার। নুরু অপরাধ করেছে শাস্তি পাবে। তুই এখানে নবীর নাম নিয়ে আসলি কেন। তোর এত বড় সাহস হলো কি করে বেয়াদব।’
মাসুদ রানা নামে এক ব্যক্তি লিখেন, ‘নবীজির সাথে তুলনা করা মোটেই উচিৎ হয়নি ভাই। এটা ধর্ম অবমাননার সামিল, আপনার থেকে আরো ভালো কিছুর আশা করি আমরা। আরাফাত মাহবুব নামে এক ব্যক্তি লিখেন, ‘নবীর সাথে তুলনা ধর্ম অবমাননার শামিল। অমার্জনীয় অপরাধ করেছো।’
এছাড়াও আরো অনেক সমালোচনা ধর্মী কমেন্ট লক্ষ্য করা যায় টনির স্ট্যাটাসে। এদিকে রাতে স্ট্যাটাস দেয়ার পর একের পর এক সমালোচনাধর্মী কমেন্ট আসতে থাকলে টনি তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেয়। তবে তার স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে।