প্রত্যয় স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের আলাদা ম্যাচে জয় পেয়েছে জার্মানি এবং স্পেন। ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ইউক্রেনকে ২-১ গোলে হারিয়েছে জার্মানরা। খেলা শুরুর ২০ মিনিটে ম্যাথিয়াস জিন্টারের গোলে এগিয়ে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৯ মিনিটে লিওঁন গোরেজকার গোলে ফলাফল দ্বিগুণ হয় জার্মানির। ৭৬ মিনিটে ইউক্রেনের পক্ষে গোল করে ব্যবধান কমায় রুসলান মালিনোভস্কি।
এদিকে, একই গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের ১৪ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মাইকেল ওয়ারজাবাল। ম্যাচের বাকি সময় স্পেন আধিপত্য দেখালেও গোলের দেখা আর মেলেনি।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্পেন। তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে সাত পয়েন্ট স্পেনিয়ার্ডদের। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট পাওয়া জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট পাওয়া ইউক্রেন তৃতীয় স্থানে। সবার নিচে তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে এক পয়েন্ট পাওয়া সুইজারল্যান্ড।