দৈনিক প্রত্যয় ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে শিক্ষা দপ্তর আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে রয়েছে, তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। কাউকে আটকানো হবে না। এবার এগারো ক্লাস ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের বাকি ক্লাসের পরীক্ষার্থীদের জন্যেও একই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে জুন মাসে। সেইসঙ্গে করোনার প্রকোপ কমলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের কেবলমাত্র ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে।
ইতোমধ্যেই অবশ্য প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ ও নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে পড়ুয়ারা। ফলে সরকারের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ হওয়ার বিষয়টি আগামী বছরের জন্য বলবৎ হবে।
এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন দেওয়ার ব্যাপারে কী বিকল্প পদ্ধতি নেওয়া যায় তার চিন্তাভাবনা চলছে। ইতোমধ্যেই অনলাইনে ও বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে সেই পড়াশোনার পাঠ চলছে। এদিন অবশ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, শুধুমাত্র উচ্চমাধ্যমিকের পরীক্ষা আর কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার হবে।
এর আগে অবশ্য দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা CBSE-র। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের পরের ক্লাসে পাশ করিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। টুইট করে এমনই জানিয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।