প্রত্যয় ডেস্ক: করোনা আবহের মধ্যে দাঁড়িয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গে ভার্চুয়াল সভা করলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভা থেকেই তিনি বাংলার মমতা সরকারের উৎখাতের ডাক দেন।
এদিন অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে মমতা দিদি কালই সাংবাদিক বৈঠক করে আপনার ১০ বছরের সাফল্যের খতিয়ান দিন। এদিন ভাষণের শুরুতেই তিনি বাংলার মাটিকে প্রণাম জানান। একে একে বাংলার মণীষীদের নাম উল্লেখ করেন।
অমিত শাহ অভিযোগ করেন, ভারতের মধ্যে সব থেকে বেশি রাজনৈতিক হিংসা ঘটে এই পশ্চিমবঙ্গে। এই হিংসায় পশ্চিমবঙ্গে ১০০ জনেরও বেশি বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ভার্চুয়াল সভায় অমিত শাহ সিএএ প্রসঙ্গ উত্থাপন করে বলেন, মমতা দিদি আপনি কেন সিএএ’র বিরোধিতা করেছিলেন তা মানুষকে বলুন। ভারতের মাটিতে শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতাকে আক্রমণ করে শাহ আরও বলেন, আগামী দিনে ভোটবাক্স খুললেই দেখতে পাবেন, ভোটাররা আপনাকে বাংলায় রাজনৈতিক শরণার্থী করে দিয়েছেন।